নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২২ মার্চ ২০২৫

বন্দরে ভুমি অফিসের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন  

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৪:০৯, ৬ ফেব্রুয়ারি ২০২৫

বন্দরে ভুমি অফিসের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন  

বন্দরে ভুমি অফিসের নতুন ভবন নির্মাণ কাজের  শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে ভুমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে মদনগঞ্জ ইউনিয়ন ভুমি অফিসের  দ্বিতল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন। 

ওই সময় বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান অতিরিক্ত সচিব মো: মানোয়ার হোসেনকে ক প্রকল্পের কার্যক্রম পরিধি ও ভবন নির্মাণে সকল বিষয়ে অবগত করেন। 

এ সময় উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা এলজিইডি প্রকৌশলী মোসাম্মৎ শামসুন নাহার, উপ-সহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ মিয়া, সিও মাজহারুল ইসলাম, হিসাব সহকারি মাসুম মিয়া, কার্য সহকারি দেলোয়ার হোসেন মীর, নুর আলী, সার্ভেয়ার আমেনা আক্তে রুপা, বন্দর উপজেলা কাননগো মো. শরিফুর রহমান, মদনগঞ্জ ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মো. আতাউর রহমান।
 

সম্পর্কিত বিষয়: