নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২২ মার্চ ২০২৫

বন্দরে চাঁদা না দেয়ায় নির্মানাধীন বাড়ির মালিককে হত্যার হুমকি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৩৫, ১২ মার্চ ২০২৫

বন্দরে চাঁদা না দেয়ায় নির্মানাধীন বাড়ির মালিককে হত্যার হুমকি

বন্দরে দাবিকৃত ৩ লাখ টাকা চাঁদা না দেয়ায় নির্মানাধীন ভবনে মালিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাওলাদ মাহমুদের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী নিরিহ  বাড়িওয়ালা শাহ আলম মিয়া বাদী হয়ে চাঁদাবাজ তাওলাদ মাহামুদের বিরুদ্ধে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার বাজুরবাগ এলাকার নুরুল ইসলাম মিয়ার ছেলে শাহ আলম মিয়া সাথে একই এলাকার চাঁন মিয়ার ছেলে তাওলাদ মাহামুদের বাড়ি সিমানা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল।

বিবাদী তাওলাদ মাহামুদ বিভিন্ন সময়ে শাহ আলমের নিকট চাঁদা দাবি করে আসছিল। গত ২৪ ফেব্রুয়ারী শাহ আলম মিয়া বাড়ি নির্মানের কাজ শুরু করে।

এ ঘটনায় গত ২৮ ফেব্রুয়ারী সকাল ৯টায় চাঁদাবাজ তাওলাদ মাহামুদসহ তার দোসররা ক্ষিপ্ত হয়ে শাহ আলমের বাড়িতে অনাধিকার ভাবে প্রবেশ করে মারমুখী আচরন করে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে।

ওই সময় শাহ আলম চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ওই সময় উল্লেখিত চাঁদাবাজরা প্রাননাশের হুমকি প্রদান করে।