
বন্দরে পিতার কাছ থেকে কাজের উদ্দেশ্য ভাড়ায় চালিত মিশুক গাড়ি নিয়ে বের হয়ে সুমন (১৯) নামে এক মিশুক চালক গত ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ মিশুক চালক সুমন (১৯) বন্দর উপজেলার ধামগড় জামে মসজিদ সংলগ্ন এলাকার ভাড়াটিয়া দেলোয়ার মিয়ার ছেলে।
এ ব্যাপারে নিখোঁজ মিশুক চালকের পিতা বাদী হয়ে ঘটনার ওই দিন রাতে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেছেন। এর আগে গত রোববার (২৫ মে) সকালে ধামগড় এলাকা থেকে মদনপুরের উদ্দেশ্য বের হয়ে ওই মিশুক চালক নিখোঁজ হয়।
বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, ধামগড় জামে মসজিদ সংলগ্ন এলাকার ভাড়াটিয়া দেলোয়ার হোসেন দীর্ঘ দিন ধরে ধামগড় ইউনিয়নের নয়ামাটি ভাংতি এলাকার ইসহাক মিয়ার গ্যারেজে ভাড়ায় চালিত মিশুক গাড়ী চালিয়ে জীবন যাপন করে আসছিল।
এর ধারাবাহিকতা গত রোববার সকালে মিশুক চালক দেলোয়ার হোসেনের ছেলে সুমন তার পিতার ভাড়ায় চালিত মিশুক গাড়ী নিয়ে কাজের উদ্দেশ্য বের হয়ে গত ৩ দিনেও বাড়িতে ফিরে আসনি।
অনেক স্থানে খোঁজাখুঁজি করে নিখোঁজের কোন হদিস না পেয়ে এ ব্যাপারে বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করি। পুলিশ জিডি পেয়ে নিখোঁজ চালকের সন্ধান পাওয়ার জন্য উদ্ধার অভিযান অব্যহত রেখেছে।