 
				
					নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত বন্দর উপজেলায় বালিকা (অনূর্ধ্ব-১৪) এ্যাথলেটিক্স প্রশিক্ষণ (২০২৪-২০২৫) এর সমাপনী ও সনদ পত্র বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) দুপুর ১২টার দিকে বন্দও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সভাকক্ষে এ সমাপনী ও সনদ পত্র বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বন্দর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুল কাইয়ুম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বন্দর, মো. সালে আহমদ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), সরকারি হাজী আলমচান মডেল স্কুল এন্ড কলেজ, মোহাম্মদ শাহানশাহ ভূইয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, বন্দর, নারায়ণগঞ্জ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি নারীদের ক্রীড়াক্ষেত্রে সম্পৃক্ততা ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করছে আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ।
ফারজানা আক্তার সাথী, জেলা ক্রীড়া অফিসার, (অঃদাঃ) নারায়ণগঞ্জের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষকবৃন্দ ও প্রশিক্ষণাথীরা।
ফারজানা আক্তার সাথী জানান, বাছাইকৃত এ্যাথলেটিক্সদের ১১ দিন ব্যাপী চলমান ২১ টি সেশনে প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্র ও তাদের শিক্ষকরা প্রশিক্ষণের মান ও আয়োজনের প্রশংসা করেন।
তিনি আরও বলেন, জেলা ক্রীড়া অফিসার ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন এবং অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করে সবার সফলতা কামনা করেন।  
 

 
				

































 
									 
									 
									 
									 
									 
									 
									