আজ সোমবার বাদ মাগরিব নগর কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ মুজাহিদ কমিটি (বামুক) এর সেক্রেটারি জেনারেল আলহাজ্ব খন্দকার গোলাম মাওলা রহ. এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর-এর ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন এর রুহের মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মুফতি ইসমাইল সিরাজী আল মাদানী।
আরো উপস্থিত ছিলেন, বামুক নারায়ণগঞ্জ জেলার ছদর মাওলানা মুজিবুর রহমান, নগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি বলেন, খন্দকার গোলাম মাওলা রহ. ছিলেন একজন স্বল্পভাষী ও নম্র স্বভাবের লোক। তাঁর ইন্তেকালে বামুক একজন গুণীজনকে হারালো। আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করুন এবং তার পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন, আমীন।
পাশাপাশি ইমাম হোসেন ভাইও ছিলেন একজন নিবেদিত প্রাণ দায়িত্বশীল। আন্দোলন সংগ্রামে তার অবদান মনে রাখার মত। আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করুন ।