নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৮ মে ২০২৫

বন্দরে ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:১৪, ২৭ মে ২০২৫

বন্দরে ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার  

বন্দরে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শরিয়তপুর ও কুমিল্লার ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো সুদূর শরিয়তপুর জেলার পালং থানার কোড়াপাড়া  এলাকার মৃত আবুল কাশেম মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী রবিন (৩০) ও কুমিল্লা জেলার তিতাস থানার বন্দরাময়ূর এলাকার ফারুক মিয়ার ছেলে অমিত হাসান (২৫)।

ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক টিপু সুলতান বাদী হয়ে  গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (২৭ মে) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার  (২৭ মে) রাত ২টায় বন্দর উপজেলার কুড়িপাড়া বটতলা এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

বন্দর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘ দিন ধরে বন্দরে বিভিন্ন এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল। বন্দর থানার টহল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কুড়িপাড়া বটতলা এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।