নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৩ জুলাই ২০২৫

বন্দরে বিএনপি নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৪৮, ১২ জুলাই ২০২৫

বন্দরে বিএনপি নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠিত

৩১ দফার ভিত্তিতে স্বাবলম্বী বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে উৎসব মুখর পরিবেশে বন্দরে  নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেল ৪টায় কলাগাছিয়া ইউনিয়ন ও বন্দর ইউনিয়ন বিএনপি যৌথ উদ্যাগে  বন্দর উপজেলার ঘারমোড়াস্থ আবু নাসের কমিউনিটি সেন্টারে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ণ অনুষ্ঠিত হয়। 

নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে  নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক কমিটি সদস্য মোঃ ফারুক হোসেন বলেন,  যারা বিএনপি নতুন সদস্য হবেন তাদের প্রতি দলের অনেক দায়িত্ব বর্তায়। এই নতুন সদস্য ফরম দিয়ে আপনাদের পথ চলা শুরু হবে। আমি আপনাদরেকে  অনুরোধ করব আমাদের দলীয় ফরম কোন আওয়ামীলীগ দোসরের কাছ তুলে দিবেন না।

তিনি আরো বলেন,  ভালো মানুষের সাথে রাজনীতি করবেন। দেখবেন আপনি একদিন আপনার লক্ষস্থানে পৌছে গেছেন। দলকে সুসংগঠিত করার জন্য কাজ করুন দল আপনাকে সঠিক ভাবে মূল্যালয়ন করবে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক কমিটি সদস্য শহিদুল ইসলাম রিপনের সভাপতিত্বে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক কমিটি সদস্য এডঃ বিল্লাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক কমিটি সদস্য মনোয়ার হোসেন শোখন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক কমিটি সদস্য এডঃ শরিফুল ইসলাম শিপলু ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক কমিটি সদস্য মোঃ আলমগীর হোসেন। 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বন্দর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম,  বন্দর উপজেলা বিএনপি সাবেক প্রচার সম্পাদক মোজাম্মেল, বন্দর উপজেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম সোহেল ও বন্দর উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক আশাবুদ্দিন, ২০নং ওয়ার্ড বিএনপি নেতা ভিক্টর মৃধা প্রমুখ। 
 

সম্পর্কিত বিষয়: