
বন্দরে ১০০ গ্রাম গাঁজাসহ নূর মোহাম্মদ টোকন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী নূর মোহাম্মদ টোকন বন্দর থানার দক্ষিন লক্ষনখোলা এলাকার আব্দুল কাদির মিয়ার ছেলে।
গাঁজা উদ্ধারের ঘটনায় বন্দর থানার এসআই ফারুক হোসেন বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১৪(৭)২৫।
গ্রেপ্তারকৃতকে শনিবার (১২ জুলাই) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে শনিবার (১২ জুলাই) সকাল ৯টায় বন্দর থানার দক্ষিণ লক্ষনখোলা দুইতলা জামে মসজিদের সামনে পাঁকা রাস্তার উপরে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ ।
এলাকাবাসী ও পুলিশের তথ্য সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী নূর মোহাম্মদ টোকন দীর্ঘ দিন ধরে দক্ষিন লক্ষনখোলা এলাকাসহ এর আশেপাশে এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।