নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৩ জুলাই ২০২৫

চাঁদা দাবি, মসজিদের কাজ বন্ধ করে দিল বিএনপি নেতারা  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৫৪, ১২ জুলাই ২০২৫

চাঁদা দাবি, মসজিদের কাজ বন্ধ করে দিল বিএনপি নেতারা  

বন্দরে দাবিকৃত চাঁদা না দেয়ায় একটি মসজিদের বালু ভরাট কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে  বিএনপি নেতা মঞ্জু, আরিফ ও মাসুম  বাহিনী বিরুদ্ধে ।

ওই সময় বালু ভরাট কাজে নিয়জিত  ড্রেজার শ্রমিকদের পিটিয়ে রক্তাক্ত জখম করেছে উল্লেখিতরা। বন্দর  উপজেলার ধামগড় ইউনিয়নের ৪ নং ওয়ার্ড  আড্ডা মুসলিমনগর এলাকায়  এ ঘটনাটি ঘটে।  

চাঁদা না দিয়ে বালু ভরাট না করতে বিএনপি নেতারা গত ২৯ দিন যাবত  নানা হুমকি দমকি অব্যহত রেখেছে   বলে মসজিদ কমিটির সভাপতি মাওলানা খোরশেদ আলম ও এলাকাবাসীর অভিযোগ। 

জানাগেছে,  উপজেলার মালিভিটা গ্রামের  ক্বারী আব্দুল্লাহ নিজ বাড়ির পাশে  আড্ডা  মুসলিম নগর ব্রহ্মপূত্র নদের তীরে ১৫ শতাংশ জমি রেখে  মারা যান তিনি । মৃত্যুর আগে তিনি  নিজের জমিতে একটি মসজিদ নির্মাণ করতে তিন ছেলে ও দুই মেয়েকে বলে যায়। 

 ২০২২ সালে তিন ছেলে পিতার নামে  ক্বারী আব্দুল্লাহ (রঃ) নামকরণ করে   টিনের  তৈরি একটি মসজিদ নির্মাণ করেন । তার পর থেকে মসজিদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। মসজিদটি তার নির্ধারিত স্থানে পুননির্মাণের জন্য  গত জুন মাসে বালু ভরাট কাজ শুরু করা হয়েছে । 

মসজিদের বালু ভরাটের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বিএনপি নেতা মঞ্জরুল হক ভূঁইয়া মঞ্জু, আরিফ হোসেন, মাসুম পারভেজ নেতৃত্বে ২০/২৫ জন লাঠি সোটা দেশীয় তৈরি ধারালো অস্ত্র  নিয়ে ড্রেজার শ্রমিকদের উপর হামলা চালায়  এবং প্রতি ঘন ফুট বালু  থেকে ৪০ পয়সা চাঁদা দাবি করে।  

মসজিদ কমিটি চাঁদা দিতে অস্বীকার করায় গত ২৯ দিন যাবত মসজিদের বালু ভরাট কাজ বন্ধ রাখায় এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। 

অভিযুক্ত বিএনপি নেতা মঞ্জরুল হক ভূঁইয়া বলেন, জাঙ্গাল এলাকার  সাজা মোল্লার ছেলেরা এসে মসজিদের কাজ বন্ধ করে দেয়। পরে প্রতি ফুটে ৪০ পয়সা করে দিতে আমি মধ্যস্থতা করে দিয়েছি।  মসজিদ কমিটি রাজি না হওয়ায় ভরাট কাজ বন্ধ রয়েছে।

বিএনপি নেতা আরিফ জানান,  আওয়ামীলীগের  আমলে জেল খেটেছি। এলাকায় কাজ করতে হলে প্রতি ফুটে ৪০ পয়সা করে ব্যবসা না দিয়ে কাজ করতে পারবে না বলেই মোবাইল লাইন কেটে দেন। 

ধামগড় ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক হাবিবুল্লাহ আপন জানান, চাঁদার দাবিতে মসজিদের বালু ভরাট কাজ বন্ধ রাখা অত্যন্ত  দুঃখজনক ঘটনা।  তারা গত কয়েক মাসে এলাকায় একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

মসজিদ কমিটির সভাপতি মাওলানা খোরশেদ আলম বলেন, চাঁদা দিতে অস্বীকার করায় বিএনপির নেতারা মসজিদের বালু ভরাট কাজ বন্ধ করে দেয়।  এছাড়াও বালু ভরাট না করতে গত ২৯ দিন ধরে প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে সন্ত্রাসীদের  মহড়া।