
বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে ৩ পলাতক আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরন করা হয়। এর আগে গত সোমবার (২১ জুলাই) রাতে থানার পৃথক স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্তরা হলো বন্দর থানার নবীগঞ্জ ইসলামবাগ এলাকার মহিউদ্দিন মিয়ার ছেলে জাবেদ মিয়া(৪০),মদনপুর হরিপুর এলাকার মৃত রহমত আলীর ছেলে আলীমুদ্দিন(৩৮),ফরাজিকান্দা এলাকার আব্দুল আীর ছেলে ইফাত হোসেন আসিফ(২৮) ও লুৎফর রহমানের ছেলে কবির হোসেন(৫৫)।