
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ট্রাজেডি হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড.সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
গণমাধ্যম পাঠানো এক শোক বার্তায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড.সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘মাইলস্টোন কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মহানগর বিএনপি আমরা মর্মাহত।
এ ঘটনায় যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনা দায়ক ঘটনা। নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। হতাহতের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। দোয়া করছি মহান আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং পরিবারগুলোকে এই কঠিন সময়ে ধৈর্য্য ধরার শক্তি দেন।
উল্লেখ্য, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং জাতীয় বার্ন ইনস্টিটিউটসহ অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্তত ১৬৪ জনকে। এদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী।