
বন্দরে মাদক সেবনের টাকা না পেয়ে স্ত্রী সাথে অভিমান করে রেজাউল করিম (২৯) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারী রেজাউল করিম সুদূর কুমিল্লা জেলার সদর থানার শাইলানগর (হালিমানগর) এলাকার রহমান করিম মিয়ার ছেলে। সে দীর্ঘ দিন ধরে বন্দর ২৯৩/৩ উইলসন রোডস্থ জলিল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে যে কোন সময়ে বন্দর ২৯৩/৩ উইলসন রোডস্থ জলিল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া বাসায় এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। আত্মহত্যার ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
এ ব্যাপারে আত্মহত্যাকারী যুবকের স্ত্রী মরিয়ম আক্তার প্রিয়া বাদী হয়ে ঘটনার ওই দিন রাতে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।
জানা গেছে, গত ২০২৪ইং সালের ২১ ডিসেম্বর সুদূর ব্রাহ্মনবাড়ীয়া জেলার সদর থানার বরিশলস্থ আখাউরা এলাকার মনা চৌধুরী মেয়ে মরিয়ম আক্তার প্রিয়া সাথে প্রেমের সম্পর্ক করে বিয়ে করে সুদূর কুমিল্লা জেলার সদর থানার শাইলানগর (হালিমানগর) এলাকার রহমান করিম মিয়ার ছেলে রেজাউল করিম।
বিয়ের পর থেকে তারা স্বামী/ স্ত্রী উভয় বন্দর ২৯৩/৩ উইলসন রোডস্থ জলিল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া বাসায় বসবাস করে আসছিল। বিয়ের পর থেকে স্বামী রেজাউল করিম মাদকাসক্ত হয়ে পরে। স্বামীকে মাদক সেবন করতে বাধা নিষেধ করিলে এ নিয়ে উভয়ের মধ্যে মনমালিন্য হয়।
এর ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুর ১২টায় মাদকাসক্ত স্বামী রেজাউল করিম তার স্ত্রী নিকট থেকে মাদক সেবনের টাকা দাবি করে। ওই সময় স্ত্রী মাদক সেবনের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মনের ক্ষোভে মাদকাসক্ত স্বামী রেজাউল করিম ভাড়াটিয়া ঘরের ফ্যানের হুকের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। সে সাথে পুলিশি তদন্ত অব্যহত রয়েছে।