নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪

ফতুল্লায় আন্ত:জেলা সিএনজি চোর গ্রেপ্তার, ২ সিএনজি উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:২১, ১৯ জুন ২০২১

ফতুল্লায় আন্ত:জেলা সিএনজি চোর গ্রেপ্তার, ২ সিএনজি উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় আন্ত:জেলা সিএনজি চোরাই চক্রের সদস্য সেলিম (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার স্বীকারোক্তি মোতাবেক দুটি চোরাই সিএনজি  উদ্ধার করা হয়।
 
শুক্রবার (১৮ জুন) দিবাগত রাতে তাকে ফতুল্লার শিবু মার্কেট থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সেলিম জালকুড়ির নাইনতার পাড় আইসক্রীম ফ্যাক্টরীর মোড়ের মৃত সামছুল হক সরকারের পুত্র।
 
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ইমানুর জানান, চলতি মাসের ১৫ তারিখে ফতুল্লার রঘুনাথপুর থেকে সকাল ৭টার দিকে খলিলুর রহমানের বাড়ীর সামনে থেকে তার মালিকানাধীন একটি সিএনজি (ঢাকা-থ-১১-৩৯৪২) চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোর। এ ঘটনায় সিএনজি মালিক খলিলুর রহমান বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন।সিসি ক্যামেরার ফুটেজ থেকে চোরকে চিন্থিত করে শুক্রবার রাত একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিএনজি চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি(ঢাকা মেট্রো-থ-১১ ৯৬৯১)সহ ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে  গ্রেপ্তার করা হয় সিএনজি চোর চক্রের অন্যতম  সদস্য সেলিম কে।পরবর্তীতে তার স্বীকারোক্তি মোতাবেক ফতুল্লা থানার মুন্সিখোলাস্থ সিটি ব্যাংকের সামনের বটগাছের নীচ থেকে খলিলুর রহমানের চুরি যাওয়া সিএনজি  উদ্ধার করা হয়।
 
তিনি আরে বলেন,গ্রেপ্তারকৃত সেলিম একজন পেশাদার চোর সিন্ডিকেটের সদস্য।তারা প্রথমে নির্দিস্ট একটি সিএনজিকে টার্গেট করে।পরে তারা তাদের নিজস্ব একটি সিএনজি নিয়ে টার্গেটকৃত সিএনজিকে অনুসরন করে। সুযোগ বুঝে চোরাই চক্রের সদস্যরা টার্গেটকৃত  সিএনজি নিয়ে সটকে পরে।
 
গ্রেপ্তারকৃত সিএনজি চোরকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

সম্পর্কিত বিষয়: