নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৬ মে ২০২৪

বন্দরে পা পিছলে পড়ে গিয়ে ৮ম শ্রেণীর শিক্ষার্থী নিহত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:৫৭, ৯ ডিসেম্বর ২০২২

বন্দরে পা পিছলে পড়ে গিয়ে ৮ম শ্রেণীর শিক্ষার্থী নিহত

বন্দরে পরীক্ষা দিতে যাওয়ার সময় সড়কে স্থাপিত গতিরোধকে পা পিছলে পরে গিয়ে রেজা (১৩) নামে এক অষ্টম শ্রেণীর ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল পৌনে ১০টায় বন্দর বিএম স্কুল এন্ড কলেজের সামনে এ দুর্ঘনাটি ঘটে।

 

নিহত স্কুল ছাত্র রেজা ওই স্কুলের ছাত্র এবং বন্দর বাজার এলাকার ইটালী বভনের বাসিন্দা ফরিদ হোসেনের ছেলে। এদিকে রেজার অকাল মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। 


বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক প্রতিনিধি ও বন্দর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী জানান, বিএম স্কুল এন্ড কলেজে বার্ষিক পরীক্ষা চলছে। রেজা ৮ম শ্রেণীর মেধাবী ছাত্র। প্রতিদিনের মত বৃহস্পতিবার সকালে পরীক্ষা দেওয়ার জন্য স্কুলের আসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। 


পরে সকাল আনুমানিক পৌনে ১০টার সময় রেজা স্কুলের অদূরে থাকা সড়কে স্থাপিত গতিরোধকের উপর দিয়ে হেটে আসার সময় অসাবধানতা বসত পা পিছলে পরে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 


রেজার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বন্দর বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজ গর্ভনিং বডির নেতৃবৃন্দ।