
সাপ্তাহিক ছুটির দিন শনিবার (২৫ ফেব্রুয়ারী) প্রাচীন বাংলার রাজধানী নারায়ণগঞ্জের সোনারগাঁও ও লোকশিল্প যাদুঘরে ছিল বিনোদনপ্রেমী দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে এবার বিপুল সংখ্যক দর্শনার্থীর আগমন ঘটছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন।দর্শনার্থীদের মধ্যে পরিবার পরিজন ও শিশুদের সংখ্যাই বেশি।
ছুটির দিনে বিনোদনের খোঁজে সোনারগাঁও জাদুঘর ও আশেপাশে এলাকার প্রতিটি দর্শনীয় স্থানে বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সোনারগাঁও জাদুঘর ও ঐতিহাসিক পানাম নগরী। দর্শনার্থীদের ভিড় সামলাতে প্রত্নতত্ত্ব কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে বাড়তি নিরাপত্তা।
এদিকে পানাম নগরী ও জাদুঘরসহ কয়েকটি বিনোদন কেন্দ্রে ঘুরতে আসা দর্শনার্থীদের চাপে বিনোদন কেন্দ্রের আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের কারণে গাড়ি ছেড়ে হেঁটে দর্শনার্থীরা বিনোদন কেন্দ্রে ছুটছে দেখা গেছে। খোজ নিয়ে জানা গেছে ,সোনারগাঁও জাদুঘর, পানাম নগরী, বাংলার তাজমহল ও জ্যোতিবসুর বাড়িতে ঘুরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ের চিত্র অন্যান্য দিনের তুলনায় এবার অনেক বেশি ।
জাদুঘরের প্রধান ফটকের সামনে ইছাপাড়া গ্রামের কায়সার বলেন বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো দর্শনার্থীর ভিড়ে প্রতিটি বিনোদন কেন্দ্রের সড়কগুলোতে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। মানুষের আনন্দের কোনো কমতি ছিল না। তবে সব কিছু ছাপিয়ে শেষ পর্যন্ত পরিবার-পরিজন নিয়ে নির্মল প্রকৃতির সঙ্গে কিছু সময় আনন্দে কাটিয়ে খুশি আগত দর্শনার্থীরা।
এ ছাড়া দেশি-বিদেশি পর্যটকসহ কয়েক হাজার দর্শনার্থী পানাম নগরীর আদিরূপ উপভোগ করে। এ ব্যাপারে সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক রবিউল হুসাইন জানান,শনিবার শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনের কারনে পর্যটক ও দর্শনার্থীর পদচারণায় মুখর হয়েছে জাদুঘর প্রাঙ্গণ।
যাদুঘরে ঘুরতে আসা সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাব্বি হোসেন জানান, আজকে আমরা ৪০ জনের একটি টীম নিয়ে সারাদিনের জন্য এখানে ঘুরতে এসেছেন। জাদুঘর দেখেছেন, এখন পুরো যাদুঘর এলাকা ঘুরে দেখবেন।