নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৫ মে ২০২৪

ধংস করা হয় ২৬ হাজার লিটার জুস 

আড়াইহাজারে জুস কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৬:৩৬, ২ এপ্রিল ২০২৩

আড়াইহাজারে জুস কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা

আড়াইহাজার উপজেলায় একটি অবৈধ ও ভেজাল জুস তৈরির কারখানায় যৌথ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব-১১।

 

রোববার (২ এপ্রিল) দুপুরে উপজেলার বামনদি পুর্বপাড়া এলাকায় মঞ্জুর ফুড প্রডাক্টে এ অভিযান চালানো হয়। এসময় ১ লাখ টাকা জরিমানা ও প্রায় ২৬ হাজার লিটার জুস ঘটনাস্থলে ধংস করা হয়।


অভিযানের নেতৃত্ব দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান ও র‌্যাব-১১'র সিপিসি-১'র এএসপি মো. খলিলুর রহমান। এ সময়  ক্যাব, নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন রবিন উপস্থিত ছিলেন।


মো. সেলিমুজ্জামান জানান, অবৈধ  প্রক্রিয়ায় জুস তৈরি এবং বিএসটাইয়ের অনুমোদন না নিয়ে বিএসটি আই এর লগো ব্যবহার ও প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচার করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৫০ হাজার ও ৪৪ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এবং প্রায় ২৬ হাজার লিটার জুস ধংস করা হয়। ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবেও বলে জানান তিনি ।