নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৮ মে ২০২৪

 রূপগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাড়িঘর-দোকান পরিদর্শনে মন্ত্রী

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৫৭, ৯ মে ২০২৩

 রূপগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাড়িঘর-দোকান পরিদর্শনে মন্ত্রী

রূপগঞ্জের চনপাড়া পূণর্বাসন কেন্দ্র এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাড়িঘর-দোকান পরিদর্শন করেছেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। মঙ্গলবার (৯ মে) বিকালে পরিদর্শণ করেন মন্ত্রী। 


পরিদর্শনকালে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন।


এ সময়, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিনা আক্তার রিতা সহ অনেকে উপস্থিত ছিলেন।


উল্লেখ্, মঙ্গলবার দুপুরে উপজেলার চনপাড়া পূণর্বাসন কেন্দ্র এলাকার রবিউল ইসলামের দোকান, পারভীন বেগমের ঘর, মাকসুদা বেগমের ঘর, সুলতানা বেগমের ঘর, রবিনা বেগমের ঘর, মোহাম্মদ খালেক মিয়ার ঘর বৈদ্যুতিক শটসার্কিট থেকে লাগা আগুনে পুঁড়ে ক্ষতিগ্রস্ত হয়।