নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৫ মে ২০২৪

বন্দরে সংঘর্ষের ঘটনার মামলায় গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:৩৬, ৫ আগস্ট ২০২৩

বন্দরে সংঘর্ষের ঘটনার মামলায় গ্রেপ্তার ২

বন্দরে উঠতি বয়সের যুবকদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সাজ্জাত (১৮) নামে এক যুবকে ছুরিকাঘাতের ঘটনায় ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার আলীনগর এলাকার খোকন বেপারী ছেলে অপূর্ব (১৯) বন্দর স্কুলঘাট এলাকার শ্রী তিলক চৌধুরী ছেলে শ্রী শান্ত (১৯)।

 

পুলিশ গ্রেপ্তারকৃতদের শনিবার (৫ আগষ্ট) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। শনিবার (৫ আগষ্ট) সকালে বন্দর থানার স্কুলঘাট এলাকা থেকে উল্লেখিতদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 

এর আগে গত শুক্রবার (৪ আগষ্ট) রাত ৯টায় বন্দর থানার ২২ নং ওয়ার্ডের স্কুলঘাট এলাকায় এ ছুরিকাথাতের ঘটনাটি ঘটে। গ্রেপ্তারকৃত ২নং এজাহারভূক্ত আসামী শ্রী শান্ত পরিবারের দাবি তার ছেলেকে  আসামী চিহিৃত করার কথা বলে বাসা থেকে ডেকে এনে তাকে এ মামলায় ফাঁসানো হয়েছে।

 

মামলার তথ্য সূত্রে জানাগেছে, গত শুক্রবার (৪ আগষ্ট) রাত ৯টায় বন্দর থানার স্কুলঘাট এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে আলীনগর এলাকার খোকন বেপারী ছেলে অপূর্ব বন্দর চৌদ্দ কোয়াটার এলাকার শ্রী তিলক চৌধুরী ছেলে শ্রী শান্ত চৌধুরী বন্দর বাবুপাড়া এলাকার শ্রী সূদীর ছেলে শ্রী সৌরভ সৌরভ বন্দর রুপালী আবাসিক এলাকার দিলা মিয়ার ছেলে সোহান ভূতের গল্লী এলাকার তুলশী বন্দর বাবুপাড়া এলাকার টেগরা রিপন রুপালী আবাসিক এলাকার বিল্লাল মিয়ার ছেলে আবু সাঈদ একই এলাকার মানিক একই এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে লামিম ও মহসিন জনতাবদ্ধে একত্রিত হয়ে বাদী ছেলেকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাথাত করে জখম করে।

 

ওই সময় হামলাকারিরা বাদী ছেলে কাছ থেকে নগদ ৬ হাজার টাকা ও ১টি মোবাইল সেট ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সাজ্জাতকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করলে পুলিশ শনিবার সকালে মামলার ১নং আসামী ও ২নং আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করে।