জেলার বন্দর থানার মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জ এসআই রাজুর অনৈতিক কর্মকান্ডে চরম ভাবে অতিষ্ট হয়ে উঠেছে সাধারণ জনগন। গণমাধ্যমের কাছে এমন কথা জানিয়েছে ভুক্তভোগীরা।
তারা ক্ষোভ প্রকাশ করে আরো জানান, গত সোমবার (২৯ জুলাই) দুপুর দেড়টায় বন্দর থানার ফরাজিকান্দাস্থ তৃতীয় শীতলক্ষ্যা সেতুর সামনে এক সড়ক দুর্ঘটনায় রেনু বেগম (৩৫) নামে এক গৃহবধূ মারাত্মক ভাবে আহত হয়। আহত রেনু বেগমের অবস্থা আশংকা জনক।
ওই সময় স্থানীয় জনতা দুর্ঘটনাস্থল থেকে ঘাতক কভার্ড ভ্যানসহ চালককে আটক করে। এদিকে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে মদনগঞ্জ ফাঁড়ী ইনচার্জ এসআই রাজু দ্রুত ঘটনাস্থলে অএসে ক্ষতিগ্রস্থ্যের পাশে না দাড়িয়ে এমন কি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে উল্টো ঘাতক কভার্ড ভ্যানটি ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী এর প্রতিবাদ করলে করলে এ নিয়ে মদনগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এসআই রাজুর সাথে বাকবিতণ্ড হয়। এক পর্যায়ে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই রাজু ক্ষতিগ্রস্তের পরিবার ও এলাকাবাসীকে দেখে নেওয়ার হুমকি প্রদান করে।
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তের পরিবার ক্ষতিপূরণের জন্য কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দেলোয়ার প্রধানের নিকট স্বরণাপন্ন হলে পরে তিনি বিষয়টি মিমাংসা করে দেন।
এ ব্যাপারে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রাজু সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।