নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে অভিমান ভুলে এক হলেন বিএনপি নেতা বাবুল প্রধান ও মাসুদ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:০৭, ৮ অক্টোবর ২০২৪

সিদ্ধিরগঞ্জে অভিমান ভুলে এক হলেন বিএনপি নেতা বাবুল প্রধান ও মাসুদ

দীর্ঘদিনের রাজনৈতিক অভিমান ভুলে এক সাথে হলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির দুই নেতা। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদের একনিষ্ঠ দুই কর্মী নাসিক ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান ও থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাসুদুর রহমান মাসুদ দীর্ঘদিন পর মিলিত হয়ে মান-অভিমান ভুলে দলকে ঐক্যবদ্ধ করার কথা জানিয়েছেন তারা। মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১১টায় জালকুড়ি ঝুটপট্টি এলাকায় মাসুদুর রহমানের অফিসে নেতা-কর্মীদের নিয়ে এই দুই নেতা সৌজন্য সাক্ষাত করেন। 

তারা বলেন, রাজনৈতিক জীবনে চলার পথে ছোটখাটো মান-অভিমান সৃষ্টি হতেই পারে। এসব ভুলে আমাদের ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলের স্বার্থ আগে দেখতে হবে। বয়োজ্যেষ্ঠ নেতাদের সম্মান দেখাতে হবে, সবাইকে রাজনৈতিক শিষ্টাচার মেনে চলতে হবে, সৌজন্যবোধ থাকতে হবে। দলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকার ওপর গুর“ত্ব দিয়ে এই দুই নেতা আরও বলেন, আমরা নিজেরা ঐক্যবদ্ধ থাকলে দল শক্তিশালী থাকবে। 

নেতা-কর্মীদের উদ্দেশে তারা বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করবে।ওই নির্বাচনে আশানুরূপ ফলাফল অর্জনের লক্ষ্যে আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। সাংগঠনিক কর্মতৎপরতা বাড়িয়ে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে হবে। স্বজনপ্রীতি পরিহার করে সকল পর্যায়ের কমিটি গঠনে যোগ্যতার মাপকাঠি বজায় রাখতে হবে।