নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

ঢাকায় বিএনপির কর্মসূচিতে ২০ হাজার  নেতাকর্মী নিয়ে যোগ দিবে জেলা যুবদল

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৫৮, ৬ নভেম্বর ২০২৪

ঢাকায় বিএনপির কর্মসূচিতে ২০ হাজার  নেতাকর্মী নিয়ে যোগ দিবে জেলা যুবদল

৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৮ই নভেম্বর ঢাকায় বিএনপির কর্মসূচী সফল করতে ২০ হাজার নেতাকর্মী নিয়ে যোগ দিবে নারায়ণগঞ্জ জেলা যুবদল। সেই লক্ষ্যে বুধবার (৬ নভেম্বর) বিকালে সোনারগাঁয়ে জেলা যুবদলের প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব বলেন, বিগত আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদিকুর রহমান সাদেকের নেতৃত্বে রাজপথ দখল করেছি। ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৮ই নভেম্বর ঢাকায় বিএনপির কর্মসূচী সফল করতে ২০'হাজার নেতাকর্মী নিয়ে যোগ দিবে নারায়ণগঞ্জ জেলা যুবদল।

এসময় নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদিকুর রহমান সাদেক, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুঁইয়া, ফতুল্লা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল হোসেন, তারাবো পৌরসভা যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, ফতুল্লা যুবদল নেতা সাগর সিদ্দিকী, রুপগঞ্জ যুবদল নেতা মাসুম প্রমুখ।