
যে এলাকাতে দাড়িয়ে আজকে আমি কথা বলছি এ এলাকাতে যারা বিএনপি করেছিলো তারা নির্যাতনের শিকার হয়েছে। দলের প্রয়োজনে তারা সব সময় রাজপথে ছিলো।
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলেও রাস্ট্রের অধিকাংশ সেক্টরে শেখ হাসিনা সরকারের দোসররা লুকিয়ে আছে। তারা দেশকে অস্থিতিশীল করে তুলতে চায়।
এরই ধারাবাহিকতায় দুদিন পূর্বে রাতে সচিবালয়ে পরিকল্পিত ভাবে আগুন লাগিয়েছে। ফ্যাসিস্ট সরকার পালিয়ে আছে সত্যি কিন্ত তারা দেশক ধ্বংস করতে চাইছে। আর তাই সকল কে সজাগ থেকে সকল ষড়যন্ত্র কে রুখার আহবান জানান।
শনিবার রাতে ফতুল্লার থানার দক্ষিণ সস্তাপুর এলাকায় থানা স্বেচ্ছাসেবক দলের উদ্দেগ্যে শীতার্ত দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী একথা বলেন।
তিনি আরো বলেন প্রতিটি এলাকায় ভিন্ন ভিন্ন সমস্যা রয়েছে। সে সকল সমস্যা নিয়ে সকলকে কাজ করার আহবান জানান। সমাজ কে মাদক,ইভটিজিং,চাঁদাবাজ মুক্ত করে সুন্দর এলাকা গড়ে তুলে মানুষ যাতে শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারে সে দিকটায় সকলকে গুরুত্ব দিয়ে কাজ করার আহবান জানান।
ফতুল্লা থানা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিনের সভাপতিত্বে ও থানা স্বেচ্ছা সেবক দলের যুগ্ম আহবায়ক এস,কে শাহিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, নারায়নগঞ্জ জেলার সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক,ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল খালেক টিপু,ফতুল্লা থানা যুব দলের সদস্য সচিব মোঃ সালাউদ্দিন রানা,ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি জুয়েল আরমান, ফতুল্লা থানা তাতি দলের সভাপতি ইউনুস মাস্টার, ফতুল্লা থানা শ্রমিক দলের শ্রমিক দলের আহবায়ক শাহ আলম পাটোয়ারী প্রমূখ।