নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৪ অক্টোবর ২০২৫

দ্রুত নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব : রেজাউল করিম 

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:০৭, ১৭ জানুয়ারি ২০২৫

দ্রুত নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব : রেজাউল করিম 

বিএনপির সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম বলেছেন,  দ্রুত নির্বাচন ছাড়া কোন ভাবেই গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে না। দলীয় সরকার ছাড়া দেশে চলমান অস্থিরতা দূর করা অসম্ভব। তাই অন্তর্র্বতীকালীন সরকারের উচিত হবে  যত তাড়াতাড়ি সম্ভব তাদের সংস্কার কাজ শেষ করে নির্বাচন দেয়া।

শুক্রবার সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদী এলাকায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপিকে সাবধানে পথ চলতে হবে যদি কোন ভুল করে তবে করা মাসুল দিতে হবে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি নেতা মতিউর রহমান মতির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জাকারিয়া ভূঁইয়া প্রমূখ।

অনুষ্ঠানে অসহায় ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
 

সম্পর্কিত বিষয়: