নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২২ নভেম্বর ২০২৫

বন্দরে ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৪ মাসের অন্তঃস্বত্ত্বা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১৩, ৫ এপ্রিল ২০২৫

বন্দরে ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৪ মাসের অন্তঃস্বত্ত্বা

বন্দরে এক প্রতিবন্ধী তরুণী (২৪) ফুসলিয়ে ধর্ষণ করেছে খোরশেদ আলম (৭০) নামের এক ব্যক্তি। ধর্ষণের শিকার ওই তরুণী এখন চার মাসের অন্তঃস্বত্ত্বা বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে ২৪ নং ওয়ার্ড বন্দরের দেউলী চৌরাপাড়া এলাকায়। এ ব্যাপারে বন্দর থানায় মামলা হয়েছে।

এলাকাবাসী জানান, বন্দরের দেউলী চৌরাপাড়া এলাকার মৃত মোহর আলীর ছেলে খোরশেদ আলম চার মাস আগে একই এলাকার এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করে। ফলে তরুণীটি অন্তঃস্বত্ত্বা হয়ে পড়ে, বমিসহ শারীরিক পরিবর্তন দেখা দেয়। এতে চিন্তিত হয়ে পড়ে তার পরিবার।

স্থানীয় ফার্মেসী থেকে ওষূধ এনে সেবনের পরও বমি না কমায় অবশেষে চিকিৎসকের স্মরণাপন্ন হন তারা। চিকিৎসক আলটা সনোগ্রাফির মাধ্যমে গর্ভ ধারণের বিষয়টি নিশ্চিত হন। এরপর কিশোরীর পরিবার বন্দর থানায় মামলা করেন। এ দিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর গা ঢাকা দেয় খোরশেদ।

 এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, মামলার পর থেকে খোরশেদ পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।