নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৪ জুলাই ২০২৫

সোনারগাঁয়ে শ্রেণিকক্ষে ১০ শিক্ষার্থী অসুস্থ 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১৩, ১৯ মে ২০২৫

সোনারগাঁয়ে শ্রেণিকক্ষে ১০ শিক্ষার্থী অসুস্থ 

সোনারগাঁয়ে শ্রেণিকক্ষে ১০ জন স্কুলশিক্ষার্থী অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরে সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা ওই বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন - লিজা আক্তার, আনিসা আক্তার, রাজিয়া আক্তার, হাদিয়া আক্তার, হাফসা আক্তার, এলিন আক্তার, তানিসা আক্তার। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে মেহেরুন নেছা নামে এক ছাত্রীকে বাড়ীতে পাঠানো হয়েছে। 

শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, দুপুরে ক্লাস চলাকালীন সময়ে প্রথমে একজন শিক্ষার্থী শ্বাসকষ্ট অনুভব করলে তার পরই একে একে ১০জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বিকেলে পরিবারের লোকজন তাদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তৃব্যরত চিকিৎসক ডা. তাহমিনা আক্তার বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তারা শ্বাসকষ্টে আক্রান্ত। তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।