নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৬ জুলাই ২০২৫

বন্দরে  ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৩১, ২৫ জুলাই ২০২৫

বন্দরে  ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

বন্দরে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর থানার ফুলহর এলাকার হাবিবুল্লাহ মিয়ার ছেলে বিল্লাল (২৪)  একই এলাকার ফজলুল হক মিয়ার ছেলে ফয়সাল (২৮) ও নেহাল সরদারেরবাগ এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে রুবেল (২৬)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইন মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং- ২৯(৭)২৫। গ্রেপ্তারকৃতদের শুক্রবার (২৫ জুলাই) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে বন্দর থানার ফুলহর এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। ধামগড় ফাঁড়ি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এদেরকে গ্রেপ্তার করা হয়।

সম্পর্কিত বিষয়: