নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৬ জুলাই ২০২৫

রুপগঞ্জে স্টিল মিলে ভাট্টি বিস্ফোরণ, ৩ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:০৮, ২৫ জুলাই ২০২৫

রুপগঞ্জে স্টিল মিলে ভাট্টি বিস্ফোরণ, ৩ শ্রমিক দগ্ধ

রূপগঞ্জে বিক্রমপুর স্টিল লিমিটেডের লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- বেল্লাল (৩৫), রোমান (৩০) ও রাব্বানী (৩৫)।  শুক্রবার ভোর ৫টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিস্ফোরণে দগ্ধ অবস্থায় তিনজনকে ভোরের দিকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে বিল্লাল হোসেনের শরীরের ২০ শতাংশ, রোমানের শরীরের ৩৬ শতাংশ ও রাব্বানী শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

তাদের হাসপাতালে নিয়ে আসা বিক্রমপুর স্টিল লিমিটেডের আরিফ খান জানান, সকালে লোহা গলানোর ভাট্টি লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমাদের তিন শ্রমিক দগ্ধ হয়। বর্তমানে তারা তিনজন জাতীয় বার্নে ভর্তি রয়েছেন।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পর্কিত বিষয়: