
এনায়েত নগর ইউনিয়ন জমিতে ইসলাম বাংলাদেশ একত্রিশ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে ।
বৃহস্পতিবার বিকেল চারটায়, ফতুল্লা এনায়েত নগর ইউনিয়ন, অন্তর্গত মুসলিম নগর, জমিয়তে ইসলাম ইউনিয়ন কার্যালয়ে, প্রতিনিধি সম্মেলনে হাজী জসিম আলীকে সভাপতি করে, এবং মুফতি আশরাফ আলীকে সাধারণ সম্পাদক করে, একত্রিশ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলা, মওলানা ফেরদাউসুর রহমান।
তিনি বলেন দেশে এখন গভীর ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন নিয়ে এবং দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য, জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে এরই অংশ হিসেবে, তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের কমিটি দিয়ে সাজিয়ে তুলছেন।
জমিয়তে ইসলাম বাংলাদেশ, জমিয়তে ইসলামের ঐতিহ্য ইতিহাস এবং ইসলাম দেশ ও মাতৃভূমির জন্য, আমরাও তার ধারাবাহিকতায় দেশ ও মাতৃভূমির জন্য নিজেদেরকে প্রমাণ করব আমরা দেশপ্রেমীক।
মাওলানা ফেরদাউসুর রহমান আরো বলেন, সামনে যে কঠিন যুদ্ধ এই যুদ্ধে আমাদেরকে ছোটখাটো ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে, মাওলানা ফেরদাউসুর রহমান আরো বলেন, আগামীকাল বাদ জুমার নামাজ পড়ে, বাগে জান্নাতুল মসজিদের সামনে মহানগর জমিয়াত ইসলামের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করবেন,
তিনি আরো বলেন, বিক্ষোভ মিছিল করার কারণ ঢাকায় জাতিসংঘের মানবাধিকারের এক অফিসের অনুমোদন দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার, তারই প্রতিবাদের অংশ হিসেবে দেশব্যাপী এবং আমাদের নারায়ণগঞ্জে আমরা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করবো, এবং এই বিক্ষোভ মিছিল ও কর্মসূচি সফল করার আহ্বান জানান দেশবাসীকে।
এ সময় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি হারুন,মাওলানা মনোয়ার হোসেন, মাওলানা তাইজুল ইসলাম আব্বাস, মোঃ মোশাররফ হোসেন, উক্ত অনুষ্ঠানে জমিয়ত ইসলামের আরো অনেক গুরুত্বপূর্ণ নেতাকর্মী উপস্থিত ছিলেন প্রমুক।