নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৬ জুলাই ২০২৫

রূপগঞ্জে সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:০৫, ২৫ জুলাই ২০২৫

রূপগঞ্জে সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

রূপগঞ্জে সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ দুই পেশাদার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার আড়াইহাজার থানার ভাটিবালিয়াপাড়া এলাকার মো. সাব্বির ও একই এলাকার মো. ইউনুস।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বালিয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থাকা একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার সময় গোলাকান্দাইল ইউনিয়নের বালিয়াপাড়া এলাকার শীতল ছায়া নামক আবাসন প্রকল্পের সামনে গোলাকান্দাইল-বালিয়াপাড়া সড়কে গাছ ফেলে একদল ডাকাত সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে দ্রুত পুলিশ ওই এলাকায় অভিযান চালালে ডাকাতরা পালিয়ে যাচ্ছিল। 

এসময় স্থানীয়দের সহায়তায় মো. সাব্বির ও মো. ইউনুসকে আটক করা হয়। তবে অজ্ঞাতনামা চার থেকে পাঁচজন পালিয়ে যায়। পরে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়। 

এ ঘটনায় আটক ও পলাতকদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান ওসি। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।