নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৫ আগস্ট ২০২৫

আড়াইহাজারে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৫২, ৪ আগস্ট ২০২৫

আড়াইহাজারে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

আড়াইহাজারর তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে পুষ্প ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি ও পুষ্প সোস্যাল ফাউন্ডেশনের উদ্যোগে  কালীবাড়ি শাখায় শনিবার বিকালে আলোচনা সভা ও পরে বৃক্ষরোপণ কর্মসূচি  পালন করা হয়ে।

পুষ্প ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ও পুষ্প সোস্যাল ফাউন্ডেশনের পরিচালক মোসাঃ সালমা আক্তারের  সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উউপস্থিত ছিলেন  মোহাম্মদ বিল্লাহ হোসেন,উপজেলা সমবায় অফিসার, আড়াইহাজারf

প্রধান আলোচক হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন খাদেমুল ইসলাম, সম্পাদক, পুষ্প ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি ও নির্বাহী পরিচালক,  পুষ্প সোস্যাল ফাউন্ডেশন। বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম ভূইয়া, এডমিন এন্ড ম্যানেজার,আজান ট্রেড ইন্টার ন্যাশনাল লিঃ, মোঃ ইয়ার খান, সভাপতি, ৯ নং ওয়ার্ড বিএনপি,সাতগ্রাম ইউনিয়ন বিএনপি, মোঃ মেহেদী হাসান, ইংরেজি লেকচারার, জজ ভূইয়া কলেজ। আরও উপস্থিত ছিলেন পুষ্প ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি ও পুষ্প সোস্যাল ফাউন্ডেশনের সদস্য ও কর্মকর্তা বৃন্ধ। আলোচনা সভা ও বৃক্ষ বিতরনের পর বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।

বক্তারা  বলেন আজকের পৃথিবী জলবায়ু পরিবর্তন, দূষণ ও প্রাকৃতিক ভারসাম্যহীনতার সংকটে জর্জরিত। এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে হলে আমাদের পরিবেশের প্রতি দায়িত্ববান হতে হবে। একটি গাছ মানে শুধু সবুজ নয়—এটি অক্সিজেন, এটি ছায়া, এটি জীবনের আশ্রয়।

তবে আজকের আয়োজন শুধু বৃক্ষরোপণ কর্মসূচি নয়, এটি আমাদের মানসিক ও সামাজিক জাগরণের একটি উদ্যোগ। এই কর্মসূচির মাধ্যমে আমরা তরুণদের মাঝে একটি বার্তা পৌঁছে দিতে চাই—তোমরা শুধু নিজের জন্য নয়, সমাজ, পরিবেশ ও আগামী প্রজন্মের জন্যও দায়িত্ববান হও।

তরুণরাই পরিবর্তনের প্রধান হাতিয়ার। তারা যদি দায়িত্ব নেয়, তাহলে একটি সমাজ বদলে যেতে পারে, একটি দেশ এগিয়ে যেতে পারে। আমরা চাই—এই উৎসব হোক তাদের মধ্যে মানবিকতা, নেতৃত্ব, ও সামাজিক সচেতনতার বীজ বপনের একটি মঞ্চ।

প্রধান  আলোচক খাদেমুল ইসলাম  বলেন,পুষ্প সোস্যাল ফাউন্ডেশন ও পুষ্প ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সম্মিলিত প্রয়াসে আমরা একটি টেকসই, উন্নয়নমুখী, ও সচেতন সমাজ গড়ার স্বপ্ন দেখি। এই স্বপ্ন বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।  তরুণদের বলি— তোমরাই আগামীর পথপ্রদর্শক, গাছ লাগাও, সমাজ গড়ো, নেতৃত্বে আসো।
 

সম্পর্কিত বিষয়: