নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৫ আগস্ট ২০২৫

সোনারগাঁয়ে যুবক আটক, ১ হাজার পিস ইয়াবা উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৫০, ৪ আগস্ট ২০২৫

সোনারগাঁয়ে যুবক আটক, ১ হাজার পিস ইয়াবা উদ্ধার

সোনারগাঁয়ে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।  শুক্রবার বিকেলে মেঘনা টোল প্লাজার কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্টে তল্লাশিকালে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

আটককৃত যুবকের নাম নাঈম আহম্মেদ পলাশ (২৫)। সে নড়াইল জেলার সদর থানার রামসিদ্ধি মেল্লাপাড়ার বাসিন্দা। বর্তমানে তিনি কুমিল্লার বুড়িচং থানার উত্তর গ্রামের পূর্বপাড়ায় থাকেন।

সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইকরাম উজ্জামান জানান, বিকেল ৫টা ১০ মিনিটের দিকে কুমিল্লা থেকে আসা 'তিশা' নামক একটি যাত্রীবাহী বাস থামিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছিল।

এ সময় সি-৩ সিটে বসা এক যুবক গাড়ি থেকে কৌশলে নামার চেষ্টা করলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কথায় সন্দেহ হলে তাকে বাস থেকে নামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশির এক পর্যায়ে নাঈম আহম্মেদ পলাশ তার প্যান্টের ডান পকেট থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেন। ইয়াবাগুলো জব্দ করে তাকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং রবিবার (৩ আগস্ট) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।