নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৫ আগস্ট ২০২৫

জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে দেশ ছেড়ে পালাতে হবে : ইমতিয়াজ বকুল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৩৪, ৪ আগস্ট ২০২৫

জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে দেশ ছেড়ে পালাতে হবে : ইমতিয়াজ বকুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচিকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী উল্লেখ করে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে হাসিনার মতো দেশ ছেড়ে পালাতে হবে।

 ৩১ দফার কর্মসূচি একটি সাম্যভিত্তিক, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের বাস্তব রূপরেখা। এটি কেবল রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং জনগণের স্বপ্নপূরণ ও অধিকার প্রতিষ্ঠার রূপরেখা।

সোমবার (২৭আগষ্ট) বিকেলে সোনারগাঁ  উপজেলার ঐতিহ্যবাহী অলিপুরা হাটে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণে সময় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সমাজে বৈষম্য দূর হবে, জনগণের দুঃখ-দুর্দশা লাঘব হবে এবং দেশ পরিণত হবে একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্রে। এই কর্মসূচি প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিতে হবে, কারণ এখানেই মৌলিক অধিকার ও উন্নয়নের সবচেয়ে বড় প্রয়োজন।

এই সময় উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা সেচ্ছাসেবকদল দল এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী পিয়ার হোসেন নয়ন,যুগ্ম আহ্বায়ক শফিক ভুঁইয়া, সনমান্দী ইউনিয়ন সেচ্ছাসেবকদল এর সভাপতি মফিজুল ইসলাম, সনমান্দী ইউনিয়ন ৩ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নয়ন সরকার,সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বাবু,সনমান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মুজাহিদুল ইসলাম মিহাদ, যুগ্ম সম্পাদক মোঃ আহাদ সরকার, যুবদল নেতা মোঃ সুমন,নজরুল ইসলাম,জয়নাল সরকার সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পর্কিত বিষয়: