
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ও সাবেক এমপি শামীম ওসমান বাহিনীর দুর্ধর্ষ ক্যাডার মেহেদী হাসান ম্যাকলিনকে গ্রেপ্তার করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি টিম। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি চালানোর দিনও শামীম ওসমানের সন্ত্রাসী বাহিনীর সঙ্গে ছিলেন এ ম্যাকলিন। তাকে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুড়তেও দেখা গেছে।
সোমবার (৪ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ লিংক রোডস্থ নতুন কোর্ট এলাকা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ম্যাকলিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী।
ডিবি পুলিশ জানায়, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার ওপর হামলার মামলার অন্যতম আসামী ম্যাককলিন। আন্দোলন চলাকালীন সময়ে সাবেক এমপি শামীম ওসমানের নেতৃত্বে চাষাঢ়ায় ছাত্র জনতার ওপর অস্ত্র নিয়ে হামলা ও গুলি চালান ম্যাকলিন ও তার সমর্থকেরা।
এদিকে আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল ম্যাকলিনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ম্যাকলিনকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রিকুইজিশনে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে। ম্যাকলিনকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের টিম ঢাকার ধানমন্ডি নিয়ে গেছে।
উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত ফতুল্লা মডেল থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। যৌথ বাহিনীর ‘ডেভিল হান্ট’ অভিযানে গ্রেপ্তার ম্যাকলিন পরে উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে আসেন।