নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৫ আগস্ট ২০২৫

জুলাই গণঅভ্যুত্থান দিবসে স্মৃতিস্তম্ভে মহানগর বিএনপির পুষ্পস্তবক অর্পণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৬:১৪, ৫ আগস্ট ২০২৫

জুলাই গণঅভ্যুত্থান দিবসে স্মৃতিস্তম্ভে মহানগর বিএনপির পুষ্পস্তবক অর্পণ

৩৬ জুলাই (৫ আগস্ট) গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহরের হাজীগঞ্জে নির্মিত জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। 

বুধবার ( ৫ আগস্ট) সকালে শহরের হাজীগঞ্জে নির্মিত জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ স্মৃতিস্তম্ভে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন মহানগর বিএনপির নেতৃবৃন্দ। 

শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। 

এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক ফহেত মোহাম্মদ রেজা রিপন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচএম আনোয়ার প্রধান, মাহবুব উল্লাহ তপন, বরকত উল্লাহ, হাবিবুর রহমান মিঠু, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর মহিলাদলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, ১২নং বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিরা সরদারসহ মহানগর বিএনপি'র নেতৃবৃন্দ।