নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১১ আগস্ট ২০২৫

মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর ছাত্রদলের দোয়া মাহফিল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৩৮, ১০ আগস্ট ২০২৫

মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর ছাত্রদলের দোয়া মাহফিল

সাবেক মন্ত্রী, নৌবাহিনী প্রধান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শাহাদাত হোসেন ভূঁইয়ার উদ্যোগে মহানগর ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৯ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় । উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে তার পরিবার এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং জিয়া পরিবারের জন্য দোয়া করা হয়। 

দোয়া মাহফিল পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে শাহাদাৎ হোসেন ভূঁইয়া বলেন, মাহবুব আলী খান মরহুমের কর্মময় জীবনে তিনি একজন সৎ,নিষ্ঠাবান দেশপ্রেমিক ছিলেন এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ের দায়িত্ব পালন করেছেন।

তিনি নৌবাহিনীর প্রধান থাকাকালীন  বাংলাদেশের সমুদ্র সীমা রক্ষা,জলদস্যু দমন, দক্ষিন তালপট্টি দ্বীপকে বাংলাদেশের সীমানার অভ্যন্তরীন রাখতে যথেষ্ট সাহসী  ভূমিকা পালন করেন। মরহুম মাহবুব আলী খান সাহেব ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো গনতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। 

এসময়ে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক সাজিদ আলম, সহ- সম্পাদক ইব্রাহিম, ছাত্রদল সদস্য জিসান, মনির, জোবায়ের, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতা আবির, রায়হান, আহসান, ৩নং ওয়ার্ড ছাত্রদলের সহ- সাংগঠনিক সম্পাদক মোহন,সদস্য ইমরান, অনু, মো খান, রনি, সালমান, জিসান, হাসিব, আপন, তানভীর, ৪নং ওয়ার্ড ছাত্রদল নেতা সুজন, জিহাদ, তোলরাম কলেজ ছাত্রদল নেতা আকাশ, হিমেল প্রমুখ।