নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৪ আগস্ট ২০২৫

সোনারগাঁয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৪৫, ১২ আগস্ট ২০২৫

সোনারগাঁয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত

সোনারগাঁয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১১টার সময়ে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা, সফল যুব সংগঠনের মধ্যে সম্মাননা স্মারক ক্রেস্ট ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ দিবসটি পালিত হয়েছে।

 আলোচনা সভা অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুদ ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইকবাল হোসেন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আলমগীর চৌধুরী, সোনারগাঁ উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ জামিউর রহমান।

উপজেলার সফল ১০ যুব সংগঠন গুলো হলো, জীবন সন্ধানী সমাজ কল্যাণ সংস্থা, প্রগতি সমাজ কল্যাণ ফাউন্ডেশন, যুব উন্নয়ন সংস্থা সোনারগাঁ, বাংলাদেশ মানব কল্যাণ যুব সংঘ, কাঁচপুর ইউথ ওয়েলফেয়ার সোসাইটি, সোনারগাঁ জনকল্যাণ যুব সংস্থা, বিজয় ধ্বনি যুব সংঘ, ইনসাফ যুব উন্নয়ন ও আত্মকর্ম সংস্থান কেন্দ্র, যুব জাগরণ সমাজ কল্যাণ সংস্থা ও বিকশিত সমাজ কল্যাণ সংস্থা এবং ৬ যুব সংগঠনের মধ্যে ১ লক্ষ ২০ হাজার টাকা করে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

এর আগে বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যদের নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান উপজেলা চত্বরে এক বর্ণাঢ্য যুব র‌্যালি বের করেন।
 

সম্পর্কিত বিষয়: