নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৪ আগস্ট ২০২৫

সোনারগাঁয়ে বাবা ছেলের অত্যাচারে অতিষ্ট, ফুসেঁ উঠছে এলাকাবাসী

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:১৯, ১৪ আগস্ট ২০২৫

সোনারগাঁয়ে বাবা ছেলের অত্যাচারে অতিষ্ট, ফুসেঁ উঠছে এলাকাবাসী

সোনারগাঁ উপজেলার নয়াগাঁও গ্রামে বাবা ছেলের অত্যাচারে অতিষ্ট হয়ে ফুসেঁ উঠতে শুরু করছে নয়াগাও গ্রামের ৩ হাজার নারী পুরুষ। এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগও করেছেন স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসীরা।

জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামে আতঙ্কের নাম সাদেকুর রহমান ও তার ছেলে আশরাফুল ইসলাম সিয়াম। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, জমি দখল ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। তাদের অত্যাচারে এলাকাবাসী এখন অতিষ্ট।

আতঙ্কিত এলাকাবাসী তাদের হাত থেকে রেহাই পেতে চান। কোনো মানুষ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না হামলা মামলার ভয় দেখানো হচ্ছে। ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগও দিয়েছেন।

এদিকে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি ভিডিও ফুটেজে দেখা যায়, সাদেকুর রহমান ও তার ছেলে আশরাফুল ইসলাম সিয়াম প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে প্রতিবেশীর বাড়িতে ইট পাটকেল ছুড়ে হামলা করে ঘরবাড়ি ভাঙচুর করছে। আরও একটি ভিডিওতে দেখা যায় দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করছেন প্রতিবেশীদের।

এতে আতঙ্কিত হয়ে প্রতিবেশীরা নিজেদের ঘরের দরজা বন্ধ করে রাখছেন। নিরাপত্তা হীনতায় ভুগছেন তারা। শুধু সাধারন মানুষই নয় পুলিশকে দেখে নেওয়ার হুমকি দেন সাদেকুর রহমান ও তার ছেলে আশরাফুল ইসলাম সিয়াম।

নাম না প্রকাশ করার শর্তে স্থানীয় এক ব্যক্তি জানান, তাদের বাপ ছেলে কার ক্ষমতায় এমন সন্ত্রাসী কাজ করছে। এখনও বিএনপির নেতাকর্মীদের উপর হামলা করে। এই সাদেকুর রহমানের নামে মাদক মামলাও রয়েছে। আমরা এ ঘটনার সঠিক বিচার চাই।
এবিষয়ে অভিযুক্তের মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
এবিষয়ে সোনারগাঁ থানার (পরিদর্শক) মো:রাশেদুল হাসান খান বলেন, এবিষয়ে কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
 

সম্পর্কিত বিষয়: