
বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার অপরাধে বন্দর উপজেলা য্বু সংহতির যুগ্ম আহবায়ক শাকিল আহাম্মেদ (৩৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শাকিল আহম্মেদ বন্দর থানার দেউলী চৌরাপাড়া এলাকার মৃত শফিউদ্দিন মিয়ার ছেলে।
গ্রেপ্তারকৃতকে বন্দর থানার দায়েরকৃত ১১(৯)২৪ নং মামলায় বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বুধবার (১৩ আগস্ট) রাতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট ২০২৪ইং সালে বৈষম্য বিরোধী আন্দোলনে বন্দর খেয়াঘাটে আন্দোলনরত ছাত্রদের উপর সন্ত্রাসী হামলা ও মারামারি ঘটনায় বন্দরে আওয়ামীলীগ ও জাতীয় পার্টি ৫৯৭ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। মামলায় ১৯৭ জনের নাম উল্লেখ্য করে আরোও ৪০০ জনকে অজ্ঞাত আসামী করা হয়।