
নারায়ণগঞ্জ সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগষ্ট) সকালে সদর উপজেলা কার্যালয় সভাকক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন'র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) সদর সার্কেলের দেবযানী কর, সহকারি কমিশনার (ভূমি) ফতুল্লা সার্কেলের মোহাম্মদ আসাদুজ্জামান নূর ও সহকারি কমিশনার (ভূমি) সিদ্ধিরগঞ্জ সার্কেলের সাদিয়া আক্তার।
সভায় অবৈধ অস্ত্র, মাদক, হানী ট্র্যাপ, কিশোর গ্যাং, মামলা দায়ের ও নিষ্পত্তি, মৎস্য ও জলাবদ্ধতাসহ বিবিধ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহমদ, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম ও সিদ্ধিরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনূর আলম, সদর উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-প্রশাসনিক কর্মকর্তাগণ।