নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৪ আগস্ট ২০২৫

বিদ্যানিকেতন স্কুলে জাকির খানকে ক্রেস্ট প্রদান

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১৪, ১৪ আগস্ট ২০২৫

বিদ্যানিকেতন স্কুলে জাকির খানকে ক্রেস্ট প্রদান

নগরীর ভুইয়ারবাগে বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিদ্যানিকেতন স্কুল পরিদর্শনে গিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান।

পরে জাকির খান স্কুলের পাঠাগার, বিজ্ঞানাগার ও স্মার্ট ক্লাস রুম  পরিদর্শন করেন। এসময় জাকির খানকে স্কুলের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় জাকির খান বলেন শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোন প্রকার নৈরাজ্য সৃষ্টি করতে দেয়া হবে না। তিনি বলেন আমাদের রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে রাজনীতি থেকে বিরত থাকতে হবে।

তিনি বলেন সব সময় ভালো কাজের জন্য এলাকাবাসীর সাথে থাকতে চাই। ভুঁইয়ারবাগ এলাকায় বিদ্যানিকেতন হাই স্কুল আমাদের অহংকার। এ এলাকায় একটি স্কুল প্রতিষ্টা করার স্বপ্ন ছিল আমার। আপনারা সে স্বপ্ন পুরন করছেন।

আমাদের দেওভোগে আলো ছড়িয়ে দিচ্ছে। আমি এবং আমার পরিবার এ স্কুলের উন্নয়নে পাশে থাকতে চাই। আপনাদের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। 

এ-সময় উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য ও সাবেক পিপি এডভোকেট নবী হোসেন, মোয়াজ্জেম হোসেন সোহেল, হোসেন ব্যপারী ও অতিরিক্ত পিপি এডভোকেট রাজীব মন্ডল এবং জাকির খানের মেয়ে ইহন খান।
 

সম্পর্কিত বিষয়: