নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৪ আগস্ট ২০২৫

সিদ্ধিরগঞ্জে তাঁতী লীগ, শ্রমিক লীগ ও যুবলীগের লীগের তিন নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:১২, ১৪ আগস্ট ২০২৫

সিদ্ধিরগঞ্জে তাঁতী লীগ, শ্রমিক লীগ ও যুবলীগের লীগের তিন নেতা গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ফ্যাসিস্ট আওয়ামীলীগের সহযোগি ও অঙ্গসংগঠন তাঁতী লীগ, শ্রমিক লীগ ও যুবলীগের লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সিদ্ধিরগঞ্জ থানা তাতী লীগের সভাপতি লায়ন মো. ইউসুফ মাসুদ (৪২),

সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি সেলিম খান (৬০) এবং সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ড যুবলীগ নেতা মাজহারুল ইসলাম সোহেল (৩৫)।

সিদ্ধিরগঞ্জ থানা তাতী লীগের সভাপতি লায়ন ইউসুফ মাসুদ সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক ও নাসিকের সাবেক কাউন্সিলর কারাবন্দি মতিউর রহমান মতির ভাগিনা। গত বছরের ৫ আগস্ট পর্যন্ত মামার দাপটে আদমজী ইপিজেডে একাধিক ব্যবসা বাগিয়ে নেয়। 

মাজহারুল ইসলাম সোহেল (৩৫), নাসিক ৭নং ওয়ার্ড আদমজী কদমতলী এলাকার করিম মিয়ার ছেলে ও যুবলীগ নেতা। সেলিম খান (৬০), নাসিক ৩নং ওয়ার্ড মুক্তিনগর নয়াআটি এলাকার মৃত মোকছেদ আলীর ছেলে ও শ্রমিক লীগের সভাপতি। তিনি নয়াআটি মক্তিনগর এলাকার শীর্ষ মাদক ব্যবসাী ও বালতি সেলিম নামে পরিচিত।


পুলিশ জানায়, ইউসুফ মাসুদ ও মাজহারুল ইসলাম সোহেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার এজাহারভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে যথাক্রমে মামলা নং-৩৩(৯)২৪ দায়ের রয়েছে। অপরদিকে, সেলিম খানের বিরুদ্ধে মামলা নং-৩০(১০)২৪ রয়েছে, যা তদন্তাধীন।


 সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সরাসরি অভিযোগ রয়েছে। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।