নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৪ আগস্ট ২০২৫

জুলাই আন্দোলনে আহত রুহুল আমিনের পাশে মুজাহিদ মল্লিক

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৩৫, ১৪ আগস্ট ২০২৫

জুলাই আন্দোলনে আহত রুহুল আমিনের পাশে মুজাহিদ মল্লিক

সোনারগাঁয়ে জুলাই আন্দোলনে আহত রুহুল আমিনকে আর্থিক অনুদান দিয়েছেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর এলাকায় চিকিৎসাধীন রুহুল আমিনের হাতে নগদ অর্থ তুলে দেন তিনি।

উল্লেখ্য, গত বছরের ২০ জুলাই কাঁচপুর এলাকায়। জুলাই আন্দোলনে অংশ নিতে গিয়ে রুহুল আমিন পায়ে গুলিবিদ্ধ হন। এরপর থেকে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আর্থিক সহায়তা পেয়ে রুহুল আমিন বলেন, "গত বছরের জুলাই আন্দোলনে পায়ে গুলি লাগার পর থেকে চিকিৎসাধীন আছি। এর আগে একবার ও আজ আবার আল মুজাহিদ মল্লিক ভাই আমার পাশে দাঁড়িয়েছেন। আমি তার জন্য মন থেকে দোয়া করি।"

এ সময় আল মুজাহিদ মল্লিক বলেন, "জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন, সমাজের সামর্থ্যবানদের তাদের পাশে দাঁড়ানো উচিত।

রুহুল আমিন পায়ে গুলিবিদ্ধ হয়ে কর্মক্ষমতা হারিয়েছেন, তার পরিবারের দেখাশোনার মতো আর কেউ নেই। বিষয়টি জানার পর তার চিকিৎসা ও পরিবারের সহায়তায় এগিয়ে এসেছি।  
 

সম্পর্কিত বিষয়: