
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মদক বিক্রিতে বাধা দেওয়ায় যুব সমাজের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও থানায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার মৈকুলি এলাকায় এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।
এ সময় বক্তারা বলেন, আমরা এলাকায় মদকের বিরুদ্ধে এ সমাজে কাজ করায় ও মাদক বিক্রিতে বাধা দেওয়ায় আমাদের নিয়ে মাদকবিক্রেতা ও মাদকের সেল্টারদাতারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন ও উদ্দেশ্য প্রণীতভাবে থানায় অভিযোগ করেন। আমরা এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বক্তারা আরো বলেন, খিদিরপুর বড়বিডা সোনারগাঁও ও রূপগঞ্জের শেষ সীমানা হওয়ায় এখানে প্রতিদিন মাদকের রমরমা ব্যবসা চলে। এর প্রতিবাদ করায় মাদক ব্যবসায়ীর সিন্ডিকেট সোনারগাঁও থানায় মিথ্যা অভিযোগ করে পুনরায় মাদক ব্যবসা চালাতে অপচেষ্টা চালাচ্ছে। এ অপচেষ্টা করে লাভ নেই।
এলাকায় মাদক ব্যবসা চিরতরে বন্ধ করায় আমরা ঐক্যবদ্ধ। যত বাধা বিপত্তি আসুক আমরা মাদকের বিরুদ্ধে কথা বলে যাব।
এ সময়ে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন খিদিরপুর বড়বিরা নয়াপাড়া ও মৈকুলি সহ আশপাশের গ্রামবাসী ও যুবসমাজ।