
অটো রিক্সার সাথে মোটরসাইকেলে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন নারায়ণগঞ্জ টাইমস এর স্টাফ রিপোর্টার মামুনুর রহমান ও সাংবাদিক মাসুদ রানা রনি।
বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বিকেলে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে জেলা প্রশাসক কার্যালয়ের প্রদান গেটের সামনে মোটরসাইকেল নিয়ে রাস্তা পারাপার এক সময় উল্টো পথে একটি ইজিবাইক এসে তাদের উপর উঠিয়ে দেয়।
এতে গুরুত্বর আহত হন এই দুই সাংবাদিক। পরে স্থানীয়দের সহযোগিতা নিকটস্থ খানপুর হাসপাতালে ইমারজেন্সি বিভাগে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
তাৎক্ষণিক এই খবর পেয়ে তাঁরা সাংবাদিকদের দেখতে হাসপাতালে ছুটে যান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু ইউসুফ খান টিপু।
এসময় তারা আহত সাংবাদিকদের খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধানসহ মহানগরের বিভিন্ন নেতকর্মীরা।