নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৪ আগস্ট ২০২৫

বন্দরে গাঁজাসহ মাদক কারবারি শাহীন গ্রেপ্তার  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৪৩, ১৪ আগস্ট ২০২৫

বন্দরে গাঁজাসহ মাদক কারবারি শাহীন গ্রেপ্তার  

বন্দরে ফেরি করে গাঁজা বিক্রির সময় ২০০ গ্রাম গাঁজাসহ শাহীন (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শাহীন বন্দর উপজেলার কুড়িপাড়া এলাকার মুসলিম মিয়ার ছেলে।

এ ব্যাপারে এসআই সিরাজ বাদী হয়ে ধৃত মাদক বিক্রেতার বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২৫(৮)২৫। 

গ্রেপ্তারকৃতকে উল্লেখিত মাদক মামলায় বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত বুধবার (১৩ আগস্ট) রাতে বন্দর উপজেলার কুড়িপাড়াস্থ জনৈক দ্বীন ইসলাম মিয়ার দোকানের সামনে অভিযান চালিয়ে মাদক বিক্রি করার সময় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পুলিশ জানিয়েছে, ধৃত মাদক ব্যবসায়ী শাহীন দীর্ঘ দিন ধরে কুড়িপাড়া এলাকায় অবাধে মাদকের কারাবার চালিয়ে আসছিল। 
 

সম্পর্কিত বিষয়: