
নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাশফাকুর রহমান বলেছেন, আজকে তোমাদের কে সংবর্ধনা দেওয়া হচ্ছে কি জন্য, তোমরা সফল হয়েছ, সফল হয়েছ কিসে, সেটা হচ্ছে এসএসসি পরীক্ষায়।
কিন্তুু এই সফলতা কি আসলে আমাদের জীবনে স্বার্থকতা কিনা সেটা আমাদের ভাবতে হবে। আমরা অনেক ক্ষেত্রে সফল হই কিন্তুু স্বার্থক হইনা।
সোমবার (১১ আগষ্ট) সকালে ফতুল্লার দেলপাড়াস্থ মীরকুঞ্জ পার্টি সেন্টারে গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের আয়োজনে ফতুল্লা থানার অন্তর্গত বিভিন্ন স্কুল-মাদ্রাসা থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের সবার জীবনে কিন্তুু সাফল্য থাকে, কিন্তু‘ আমরা সবাই কিন্তুু স্বার্থক হইনা, আমরা সবাই শেষ পর্যন্ত গিয়ে আমরা আমাদের নিজেদের জন্য স্বার্থক হইনা, আমরা আমাদের পরিবারের জন্য স্বার্থক হয়ে উঠতে পারি না, এর কারন হলো আমরা আসলে আমাদের দায়িত্বটা বুঝিনা।
আমাদের কি করা উচিৎ, আমাদের কে কেন, সৃষ্টি করা হয়েছে, আমরা পৃথিবীতে কেন এসেছি, আমার ধারন যে আমরা কখনো এটা ভেবে দেখিনা, আমার ধারনা আমরা ভেবে দেখিনা যে আমি যেটা করছি আসলে এটা আমার কথা কিনা, বা এটা আমার দায়িত্ব কিনা।
আমরা যখন এটা বুঝবো যে আমরা কেন পৃথিবীতে এসেছি, আমার কাজটা কি, দায়িত্বটা কি। আমাদের দায় কোথায়, দায় এবং দায়িত্বের মধ্যে পার্থক্য আছে।
আমরা পৃথিবীতে প্রত্যাকটা মানুষ এবং প্রত্যাকটা জীব, প্রত্যাকটা প্রানী পৃথিবীতে সৃষ্টি হয়েছে, আল্লাহতালা সৃষ্টি করেছেন, কোন না কোন রোল প্লে করার জন্য, কোন কিছু বিচ্ছিন্ন ভাবে সৃষ্টি হয় নাই, প্রত্যাকটা অনু,পরমানুর ভ’মিকা আছে, কোন না কোন ভ’মিকায় পৃথিবীতে রাখছে, সুতরাং তোমাকে খুঁেজ বের করতে হবে আসলে তোমার রোলটা কি, আল্লাহতালা তোমাকে সৃষ্টি করেছেন তোমাকে কি দায়িত্ব দিয়েছেন।
মাশফাকুর রহমান আরো বলেন, আমরা অনেকেই ভালো ছাত্র, আমরা অনেক ভালো ফলাফল করেছি, অনেক ভালো ব্যবসায়ী হয়েছি, অনেক ভালো রাজনীতিবিদ হয়েছি, কিন্তুু ভালো মানুষ হয়েছি কয় জন।
মানুষের মধ্য আলো ছড়ানোর মানসিকতা কতো জনের মধ্যে আছে, আমাদেরকে এটা অর্জন করা শিখতে হবে।
আল্লাহ তায়ালা এটা চান, আমরা যেন আলো ছড়াতে পারি, আল্লাহর নূর যে আমাদের মধ্যে দিয়েছে সেটাকে যেন আমরা কাজে লাগাতে পারি। মানুষকে ভালোবাসা দিয়ে আলোকিত করতে পারি, ঘৃণা দিয়ে নয়, কাউকে ছোট করে নয়, আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে, আমাদেরকে স্বার্থক হতে হবে, আর স্বার্থক হতে গেলে কৃতজ্ঞ হতে হয়।
গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে ও গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোহাম্মদ মোসাদ্দেক হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ডা. রুমন রেজা, সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ, নারায়ণগঞ্জ আদর্শ বালিকা স্কুল ও কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান ও নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহমুদুল হাসান ভূইয়া প্রমূখ।