
ফতুল্লার পাগলায় ১৩ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। পরে কিশোরীর বড় ভাই বাদী হয়ে সোমবার দুপুরে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলো ফতুল্লা থানার পাগলা বউবাজার এলাকার আমির হোসেনের ভাড়াটিয়া মোজাম্মেল মুন্সির ছেলে কাউছার (৩০) ও একই থানার পশ্চিম নয়ামাটির আওয়াল(৩০)।
মামলায় উল্লেখ করা হয়, চলতি মাসের ১৫ তারিখ দুপুরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী কে মেলায় নেওয়ার কথা বলে ফতুল্লার পাগলাস্থ ভাড়া বাসা থেকে নিয়ে বের হয় অভিযুক্ত আসামী খালাতো বোন জামাই কাউছার।
কিন্ত সে মেলায় না নিয়ে পাগলা নয়ামাটি এলাকায় আলম মিয়ার চতূর্থ তলার নীচতলায় ভাড়াটিয়ার রুমে নিয়ে গিয়ে জোড়পূর্বক ধর্ষন করে।
পরবর্তীতে অপর অভিযুক্ত আসামী আওয়াল কিশোরী প্রতিবন্ধী কে ধর্ষন করে। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত রাত ১০ টা পর্যন্ত ধারাবাহিক ভাবে ধর্ষন করে একটি অটো রিক্সায় করে বাসায় পাঠিয়ে দেওয়া হয়।
বাসায় ফিরে এসে প্রতিবন্ধী কিশোরী বাদী এবং তার স্ত্রী কে জানায়। ঘটনার পর থেকে অভিযুক্ত আসামীরা পলাতক রয়েছে বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, কিশোরীর বড় ভাই এ বিষয়ে মামলা দায়ের করেছে।
অভিযুক্ত আসামীদের গ্রেফতারের চেস্টা করছে পুলিশ। কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।