নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৬ আগস্ট ২০২৫

রূপগঞ্জে ছিনতাইয়ের প্রতিবাদ করায় প্রবাসী যুবককে মারধর 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৪৭, ২৫ আগস্ট ২০২৫

রূপগঞ্জে ছিনতাইয়ের প্রতিবাদ করায় প্রবাসী যুবককে মারধর 

রূপগঞ্জে কিশোর গ্যাং সন্ত্রাসী বাহিনীর ছিনতাইয়ের প্রতিবাদ করায় প্রবাসী যুবককে মারধর ও পিটিয়ে আহত করেছে দুষ্কৃতিকারীরা। এ সময তার সাথে থাকা বিশ হাজার টাকা ও এক ভরি ওজনের স্বর্নের চেইন গলা থেকে ছিনিয়ে নেয়। রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় ঘটে এ ঘটনা। 

আহত নাদিম হোসেন বলেন, রবিবার দেড়টার দিকে ইব্রাহিম শেখ নামে এক ব্যক্তি গাউছিয়া মার্কেটের অনিদ্র জুয়েলার্সে স্বর্ন বিক্রি করে বাসায় ফেরার পথে গাউছিযা গোলচত্ত্বরে পৌছালে হিরা, জিসান, তৌসিন, তুষার, নিহাল, ইয়ামিন সহ ৮/১০ জন গতিরোধ করে স্বর্ন বিক্রির টাকা ছিনিয়ে নেয়ার চেষ্ঠা করে।

ইব্রাহিম শেখ পালিয়ে আমাদের বাড়িতে ওঠে আমার আম্মার কাছে আশ্রয় চান। এ সময় ছিনতাই কারীরা আমাদের বাড়িতে প্রবেশ করে আমার মায়ের সাথে অশোভন আচরন করে। এতে আমার মা বাধা দিলে পরে আমার মাকে খুন করার হুমকী দিয়ে ওরা চলে যায়। 
রাতে বাসায় আসলে মার কাছ থেকে ঘটনার বিবরন শুনে পরের দিন সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে গোলাকান্দাইলের নীলভিডা মাঠের পাশে হিরা, তৌসিনদের পেয়ে আমার মায়ের সাথে খাবার ব্যবহারের কারন জিজ্ঞাসা করলে, আমাকে এলোপাথারী ভাবে পিটাতে থাকে।

এসময় আমার পকেটে থাকা নগদ বিশ হাজার টাকা হীরা নিয়ে নেয় আর গলায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন যার আনুমানিক মূল্য এক লক্ষ আশি হাজার টাকা, তা তৌসিন ছিনিয়ে নেই। এ সময় আমার চিৎকারে লোকজন ছুটে এলে ওরা পালিয়ে যায। পরে স্থানীয়রা আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ ঘটনায় নাহিদ হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তরিকুল ইসলাম বলেন, এ ঘটনার সত্যতা স্বীকার করে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে খুব দ্রুত ব্যবস্থা গ্রহন করব।