নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৯ আগস্ট ২০২৫

সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৪

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:৪৩, ২৮ আগস্ট ২০২৫

সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক শট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ হাসান গাজী (৪০) মৃত্যুবরণ করেন। এর কয়েক ঘণ্টা পর দুপুরে মারা যায় তার চার বছর বয়সী মেয়ে জান্নাত।

এর আগে বিস্ফোরণের দিনই প্রাণ হারায় এক মাস বয়সী শিশু ইমাম উদ্দিন এবং ২৫ আগস্ট তার নানী শাশুড়ি তাহেরা আক্তার (৫৫)। একই পরিবারের চার সদস্যের করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন, নিহত হাসানের স্ত্রী সালমা (৩৫) এবং তার শ্যালিকা আসমা (৩২) এখনো আইসিইউতে চিকিৎসাধীন। দুজনেরই শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে, অবস্থাও সংকটাপন্ন।

২৩ আগস্ট ভোররাত সাড়ে ৩টায় বৈদ্যুতিক শট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে পাশাপাশি দুটি ঘরের দুই পরিবারের ৯ সদস্য দগ্ধ হন। পরবর্তীতে তাদের সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে ভর্তি করা হয়।

 

সম্পর্কিত বিষয়: