
রূপগঞ্জে ৫ মাসের বকেয়া বেতনের দাবিতে প্রিমিয়ার স্টিল রি রোলিং মিলস প্রাইভেট লিমিটেডের নামে এক কারখানার শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তারাব পৌরসভার আড়িয়াব এলাকায় কারখানার সামনে মহাসড়কে বিদ্যুৎতের খুটি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ১ ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে সড়কের দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান,প্রিমিয়ার স্টিল রি রোলিং মিলস প্রাইভেট লিমিটেডের নামে এ কারখানায় দেড় শতাধিক শ্রমিক কাজ করেন। তাদের গত ৫ মাসের বেতন বকেয়া রয়েছে, যা তাদের আর্থিক সংকট তৈরি করেছে।
তারা বেতন না পেয়ে ঘর ভাড়া পরিশোধ কিংবা স্থানীয় দোকানে ঋণ শোধ করতে পারছেন না। ফলে পরিবার চালানো প্রতিদিনের জন্য কঠিন হয়ে পড়েছে।
মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও তাদের বেতন সম্পর্কে কোন সাড়া পাওয়া যাচ্ছে না। বকেয়া বেতন পরিশোধ না করলে অবরোধ চলবে বলে জানান বিক্ষুব্ধ শ্রমিকরা।
পরে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দদের সাথে কারখানার মালিক আবুল কালামের আলোচনার মাধ্যমে আগামী ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার ৩ মাসের বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।